Skip to main content

বোধনেই বিসর্জন


বোধনেই বিসর্জনের আয়োজন করতে ! ঢাক ঢোল বেজে উঠতো !
এ উৎসব তো আনন্দের নয় ! মৃত্যু এক প্রেমিকের ।
ভালোবাসার যোনি ছেদ করে ঢুকে যাবো চলুন
ঘুরে আসা যাক তার সৃষ্টির গভীরে
প্রেমিকার হাত ধরে কাটিয়ে দেওয়া ঋতুচক্রে
চলুন না একবার প্রদক্ষিণ করে আসি আমরাও ।
ষষ্টি র পাতা লিখে গেছে কবিতায়
অসহায় অবস্থা , মিলনের জন্য উদগ্রীব মন
গঙ্গা টেমসে মিশুক না মিশুক , প্রেমিকের মন মিশে গেছে
প্রেমিকার হৃদয়ে ।
মদের বোতলগুলো অসহায় ভাবে চেয়ে আছে
একজন নেশাতুরকে আর কত নেশায় ভরাবে সে
বিসর্জনের জলে হারিয়ে যেতে যার বোধন
সামান্য রাম বা হুইস্কি কি আর সামলাবে তাকে !!

সপ্তমী খুলে বসলাম এবার ।
প্রথম দেখা , প্রথম কথা , প্রথম বার রাত জেগে
প্রেমিকাকে সাহস করে চুমু খাওয়া
এ যেন এক অপরূপ সময় , একটা সম্পদ ।
সেদিন সে ভাবতে নারাজ
ভবিষ্যতে কি হবে , আর
যদিও বা উল্টে গিয়ে পাল্টে যায় কিছু
সে দৃঢ় ভাবে বলতে প্রস্তুত ,
আই লাভ হার , সে শুধুই আমার --
অষ্টমীতে প্রেম , হৃদয় ছেড়ে শরীরে বাসা বাঁধে
ঘাড় থেকে স্তন ছুঁয়ে ভালোবাসা
জঠরে এসে দাঁড়ায় ।
নবমীর রাত বিষণ্ণ বসে । দুটো মেঘ আড্ডা জমিয়েছে
রাত পেরোলেই ফাঁসি হবে
পুলিশের কাস্টডিতে ততক্ষন কাটবে রাত
প্রেম ছিল না মেয়েটির মনে , বাড়ির কথায় সে ওঠে বসে এখনো
তাদের ঘোর আপত্তি , প্রেমিকার মনে বিষ ঢেলে দিয়েছে আজ ।

দশমীর চাঁদ আজ উদাস । মূর্তির সাথে জলে এসে পড়ল
একটা ভালোবাসার লাশ ।

দর্শক হতবাক । শুরুর আগেই একটা গল্প শেষ হতে চলেছে ।
তার চেয়ে অনেক ভাল হত বোধনে বিসর্জন হয়ে গেলে ।
অন্তত সূর্যটা তো নিভে যেত না ।

এদিকে জলে ভাসছে প্রেমিকের লাশ । ওদিকে সে হাসছে
আর বলে চলেছে অবিরাম --

"আজ খুন করেছ আমায় , কাল এই বুকেই ছুটে আসবে সময়
তোমার দুচোখে বইবে যমুনার জল --
সামনে আমার কবর , নাম তাজমহল " ।

Comments

Popular posts from this blog

ফরাসি বন্দরের মেয়েটাকে লেখা চিঠি

ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ 0 গুলটি , জানো , কাল আমার বই বেরোবে । হিজিবিজি ভরা পাতাগুলো  ওদের মনে ধরেছে । জানো , কাল আমি মঞ্চে উঠবো । ওই ভিড় ঠেলে ওপরে  ওপর থেকে দেখবো শ্রোতাদের । জানো , কাল খুলে যাবে কিছু রহস্য । তাই ভয় হচ্ছে  কে যে কি বিধান ছুড়ে দেয় । তুমি আসবে তো ?  ব্যস্ততা দিন দিন গ্রাস করেছে আমায়  তাই বাড়ি গিয়ে বলে আসা হয় নি আর । কিছু বললে না তো ! রাগ করেছ  নাকি অভিমান এই মানুষটার ওপরে ? আমি অপেক্ষা করে যাচ্ছি । ধোঁয়াশা কেটে যাবে সব  সব আবার ঠিক হয়ে যাবে । হয়তো দিনটা কালই  তোমার ভাষায় , বি পজিটিভ ... ইতি, তোমার গোলু ১১আগস্ট ২০১৮  দুপুর ২:৩৬ ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ ১ গুলটি , টু স্টেটস দেখেছো ?  আমাদের অবস্থা আজ ওই রকম । ভারতের বুকে একই রাজ্যে বসে আছি ।  তবু , অসহায় । আমার খুব মনে হয় জানো  একজন অভিভাবক যদি বুঝতো , আমাদের অবস্থা । মেঘের চোখে জল নেই  আকাশ তবু ভিজে যাচ্ছে । বাজারে ভিড় করে আছে  কলতলা থেকে বেড়িয়ে আসা  শ্রোতার দল ...  মাছের থলিতে গু