Skip to main content

Posts

Showing posts from March, 2018

Translation work ... By Sandip Das

1. বসন্তের গান  ( Based on Keats Ode to a Nightingale ) তোকে যখন খুব মনে পড়ে , পুরো শরীর জুড়ে  একটা অসারতা নেমে আসে ।।  মনে হয় , এই মাত্র পান করা কড়া হেমলকের স্বাদ  অথবা মাত্রাতিরিক্ত মদ্য পানের নেশার থেকে    তোর স্মৃতিগুলো শরীরটাকে যেন  বায়ুর থেকেও বেশি হালকা করে দিয়ে যাচ্ছে ।। এক মিনিটের থেকেও কম সময় কাটে নি এখনও  দূরে কোথাও অতীতের সেই শোনা পরিচিত কণ্ঠ  মনটাকে ভাসিয়ে নিয়ে চলেছে সেই সবুজ ক্ষেতের ধারে , জঙ্গলের ওপারে ; যেখানে আপন মনে বসে  বসন্তের গান গেয়ে চলেছে ; সেই কবে থেকে পুন্য সেই আত্মা ।। পুরোনো মদের গেলাসে সবে চুমুক দিয়েছি , বছরের পর বছর ওই জঙ্গলে মাটির তলে কেউ  সংরক্ষণ করে রেখেছিল ; আর তারই ওপর এসে মিসেছিল  নানা তৃন , গুল্ম , জংলি লতা পাতার বিষাক্ত স্বাধ , রোদে পোড়া , বৃষ্টি ভেজা মাটির গন্ধ আর  এক অদ্ভুত সুরের নেশা ।। গেজিয়ে ওঠা সে তরলের প্রতি কণায় এক অদ্ভুত তৃপ্তি  এক অদ্ভুত শান্তি , ঠিক যেমন সে গেয়ে চলে যায়  বুকফাটা কান্না এক অদ্ভুত গানের মোড়কে ; উত্তর থেকে দক্ষিণ ; পূর্ব থেকে পশ্চিম প্রান্তরে ।। আমি সেই মন মাতালি নেশায় উড়