1. আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই
( Based on Pablo Neruda's Here I Love You )
আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই
যেখানে বাতাস তার পথ ভুলে ছুটে আসে
অন্ধকারে পাইন ঝাড়ের ধারে ।।
চাঁদের আলো চকমক করে
ঠিক ফসফরাসের মত,বয়ে চলা মাতাল নদীর জলে ।।
দিনগুলো যেখানে একই রকম ভাবে
পেরিয়ে যায় সারিবদ্ধ ভাবে ওই পথ ধরে ।।
ঝরে পড়ে বরফ যেখানে নৃত্যের তালে তালে ।।
একটি রুপোলি রেখা ওই পশ্চিম কিনারে
ভেসে চলেছে , তারাদের সাথে , দূর থেকে বহু দূরে ।।
ওই দেখো জাহাজের মাস্তুল খানি
ওই দূরে , একা অন্ধকারময় ।।
কখনো আমি জেগে উঠেছি আগেভাগে ,
এক অতৃপ্ত পরমাত্মার ডাকে ।।
শুনেছি সাগরের ডাক বারেবারে আর বুঝেছি
কোন এক বন্দরের কিনারায় 'মরা দাঁড়িয়ে ।।
আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই
ভালোবাসতে চাই তবু সে দিগন্ত তোমায় বৃথা নিয়ে যায়
নিজের অন্তরালে ।।
এই শিতলতার মাঝেও তোমায় ভালোবাসতে চাই ।।
যদিওবা কখনো আমার চুম্বনগুলো
লক্ষভ্রস্ট হয়ে ধাক্কা খেয়ে ফিরে আসে ,
অচেনা বয়ে চলা ভারী পণ্যগুলোর গা ঘেঁষে ---
যারা ভেসে চলেছে
আমারই পাশে পাশে , ফিরে আসবার কোন খবর নেই ।।
তখন নিজেকে একজন বুড়ো নোঙ্গর ছাড়া
আর কি বা মনে হতে পারে !!
এভাবেই ভারাক্রান্ত মনে বিকেল ঘনিয়ে আসে ।।
নিজেকে উদ্দেশ্যহীন এক ক্লান্ত , ক্ষুধার্ত মনে হতে থাকে ।।
যা আমার নয় আমি তাই চাই , তুমি যে আজ বড় দূরে
গোধূলির নিভে যাওয়া আলো , রাত্রি নেমে আসে এবার
রাতভর চোখের সামনে এক অসহায় ক্রন্দন --
যেন গান গেয়ে বেড়ায় ।।
চাঁদ ফুটে উঠেছে এবার ,
তারাগুলো আমায় বড় বড় চোখ করে তাকায় আবার ।।
আর আবার যখন তোমায় পাশে পাবো , পাইনের ঝাড়
তোমার নাম ধরে সুর করে ডাকবে আবার –
ঠিক যেন ভেসে চলা হাওয়ায় ওরাও কিছু গাইতে চায় ।।
2.Love
( Based on Pablo Neruda's Love )
কি হয়েছে তোমার , কি হয়েছে আমাদের !!
আমাদের সাথে এসব কি ঘটে চলেছে ?
আমাদের মধ্যে যে প্রেম ছিল
যার কঠিন বাঁধনে বাঁধা পড়েছিলাম একদিন
সে বাঁধন আজ ভীষণ তিক্ত , যন্ত্রণাময়
আর এখন আমরা যখন এই যন্ত্রনা ভুলতে
আলাদা হতে চাই ,
তখন এক নতুন আফসোসের বাঁধনে আটকে
জ্বলতে থাকি প্রতিমুহুর্ত।।
কি জানি , কি হয়েছে তোমার !!
যখন ওই দুচোখের দিকে চাই
তোমার মধ্যে নতুন কিছুই তো খুঁজে পাই না আর ,
সবই যেন একই মনে হয় , ঠিক যেমন ওই দুটি ঠোটঁ
হারিয়ে যায় হাজার হাজার ঠোটেঁর মধ্যে , বরং তাদের
আজ অনেক সুন্দরী মনে হয় ,
হাজার হাজার ফেলে আসা স্মৃতিহীন শরীরের মতোই
আজ তোমার খানিও ভুলে যাই ।।
আর দেখো , কি শুষ্ক নিরস তোমার চলে যাওয়া , তাই না ?
বাতাসে গন্ধ নেই , শব্দ নেই , কোন কিছুর অস্তিত্ব নেই !!
আমার এক বৃথা চেয়ে থাকা তোমার দিকে
বাহুডোরে বাঁধা পড়বার আশা নিয়ে আজ --
এ পৃথিবীর অনেক গভীরে , হাজার আলোকবর্ষ গভীরে ,
তোমার শরীরের তলায় , চোখের পিছনে
পরিপক্ক স্তন দুটির নিচে -- যারা হয়ত জেগে উঠেছিল
কোনদিন কারুর ছোঁয়ায় --- জানি না
সারা শরীর জুড়ে বয়ে চলা কাঁটার রুক্ষ্ম স্রোত
মনে হয় আজ রসহীন শুধু ; নিজেদের গানে গানে ।।
কেন , কেন , কেন
ভালোবাসা আমার , বল কেন ??
( Based on Pablo Neruda's Here I Love You )
আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই
যেখানে বাতাস তার পথ ভুলে ছুটে আসে
অন্ধকারে পাইন ঝাড়ের ধারে ।।
চাঁদের আলো চকমক করে
ঠিক ফসফরাসের মত,বয়ে চলা মাতাল নদীর জলে ।।
দিনগুলো যেখানে একই রকম ভাবে
পেরিয়ে যায় সারিবদ্ধ ভাবে ওই পথ ধরে ।।
ঝরে পড়ে বরফ যেখানে নৃত্যের তালে তালে ।।
একটি রুপোলি রেখা ওই পশ্চিম কিনারে
ভেসে চলেছে , তারাদের সাথে , দূর থেকে বহু দূরে ।।
ওই দেখো জাহাজের মাস্তুল খানি
ওই দূরে , একা অন্ধকারময় ।।
কখনো আমি জেগে উঠেছি আগেভাগে ,
এক অতৃপ্ত পরমাত্মার ডাকে ।।
শুনেছি সাগরের ডাক বারেবারে আর বুঝেছি
কোন এক বন্দরের কিনারায় 'মরা দাঁড়িয়ে ।।
আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই
ভালোবাসতে চাই তবু সে দিগন্ত তোমায় বৃথা নিয়ে যায়
নিজের অন্তরালে ।।
এই শিতলতার মাঝেও তোমায় ভালোবাসতে চাই ।।
যদিওবা কখনো আমার চুম্বনগুলো
লক্ষভ্রস্ট হয়ে ধাক্কা খেয়ে ফিরে আসে ,
অচেনা বয়ে চলা ভারী পণ্যগুলোর গা ঘেঁষে ---
যারা ভেসে চলেছে
আমারই পাশে পাশে , ফিরে আসবার কোন খবর নেই ।।
তখন নিজেকে একজন বুড়ো নোঙ্গর ছাড়া
আর কি বা মনে হতে পারে !!
এভাবেই ভারাক্রান্ত মনে বিকেল ঘনিয়ে আসে ।।
নিজেকে উদ্দেশ্যহীন এক ক্লান্ত , ক্ষুধার্ত মনে হতে থাকে ।।
যা আমার নয় আমি তাই চাই , তুমি যে আজ বড় দূরে
গোধূলির নিভে যাওয়া আলো , রাত্রি নেমে আসে এবার
রাতভর চোখের সামনে এক অসহায় ক্রন্দন --
যেন গান গেয়ে বেড়ায় ।।
চাঁদ ফুটে উঠেছে এবার ,
তারাগুলো আমায় বড় বড় চোখ করে তাকায় আবার ।।
আর আবার যখন তোমায় পাশে পাবো , পাইনের ঝাড়
তোমার নাম ধরে সুর করে ডাকবে আবার –
ঠিক যেন ভেসে চলা হাওয়ায় ওরাও কিছু গাইতে চায় ।।
2.Love
( Based on Pablo Neruda's Love )
কি হয়েছে তোমার , কি হয়েছে আমাদের !!
আমাদের সাথে এসব কি ঘটে চলেছে ?
আমাদের মধ্যে যে প্রেম ছিল
যার কঠিন বাঁধনে বাঁধা পড়েছিলাম একদিন
সে বাঁধন আজ ভীষণ তিক্ত , যন্ত্রণাময়
আর এখন আমরা যখন এই যন্ত্রনা ভুলতে
আলাদা হতে চাই ,
তখন এক নতুন আফসোসের বাঁধনে আটকে
জ্বলতে থাকি প্রতিমুহুর্ত।।
কি জানি , কি হয়েছে তোমার !!
যখন ওই দুচোখের দিকে চাই
তোমার মধ্যে নতুন কিছুই তো খুঁজে পাই না আর ,
সবই যেন একই মনে হয় , ঠিক যেমন ওই দুটি ঠোটঁ
হারিয়ে যায় হাজার হাজার ঠোটেঁর মধ্যে , বরং তাদের
আজ অনেক সুন্দরী মনে হয় ,
হাজার হাজার ফেলে আসা স্মৃতিহীন শরীরের মতোই
আজ তোমার খানিও ভুলে যাই ।।
আর দেখো , কি শুষ্ক নিরস তোমার চলে যাওয়া , তাই না ?
বাতাসে গন্ধ নেই , শব্দ নেই , কোন কিছুর অস্তিত্ব নেই !!
আমার এক বৃথা চেয়ে থাকা তোমার দিকে
বাহুডোরে বাঁধা পড়বার আশা নিয়ে আজ --
এ পৃথিবীর অনেক গভীরে , হাজার আলোকবর্ষ গভীরে ,
তোমার শরীরের তলায় , চোখের পিছনে
পরিপক্ক স্তন দুটির নিচে -- যারা হয়ত জেগে উঠেছিল
কোনদিন কারুর ছোঁয়ায় --- জানি না
সারা শরীর জুড়ে বয়ে চলা কাঁটার রুক্ষ্ম স্রোত
মনে হয় আজ রসহীন শুধু ; নিজেদের গানে গানে ।।
কেন , কেন , কেন
ভালোবাসা আমার , বল কেন ??
Comments