Skip to main content

Translation work part 2

1. আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই 
( Based on Pablo Neruda's Here I Love You )

আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই 
যেখানে বাতাস তার পথ ভুলে ছুটে আসে 
অন্ধকারে পাইন ঝাড়ের ধারে ।।
চাঁদের আলো চকমক করে 
ঠিক ফসফরাসের মত,বয়ে চলা মাতাল নদীর জলে ।।
দিনগুলো যেখানে একই রকম ভাবে 
পেরিয়ে যায় সারিবদ্ধ ভাবে ওই পথ ধরে ।।

ঝরে পড়ে বরফ যেখানে নৃত্যের তালে তালে ।।
একটি রুপোলি রেখা ওই পশ্চিম কিনারে 
ভেসে চলেছে , তারাদের সাথে , দূর থেকে বহু দূরে ।।
ওই দেখো জাহাজের মাস্তুল খানি 
ওই দূরে , একা অন্ধকারময় ।।

কখনো আমি জেগে উঠেছি আগেভাগে , 
এক অতৃপ্ত পরমাত্মার ডাকে ।।
শুনেছি সাগরের ডাক বারেবারে আর বুঝেছি 
কোন এক বন্দরের কিনারায় 'মরা দাঁড়িয়ে ।।

আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই 
ভালোবাসতে চাই তবু সে দিগন্ত তোমায় বৃথা নিয়ে যায় 
নিজের অন্তরালে ।।
এই শিতলতার মাঝেও তোমায় ভালোবাসতে চাই ।।
যদিওবা কখনো আমার চুম্বনগুলো 
লক্ষভ্রস্ট হয়ে ধাক্কা খেয়ে ফিরে আসে , 
অচেনা বয়ে চলা ভারী পণ্যগুলোর গা ঘেঁষে --- 
যারা ভেসে চলেছে 
আমারই পাশে পাশে , ফিরে আসবার কোন খবর নেই ।।
তখন নিজেকে একজন বুড়ো নোঙ্গর ছাড়া 
আর কি বা মনে হতে পারে !!

এভাবেই ভারাক্রান্ত মনে বিকেল ঘনিয়ে আসে ।।
নিজেকে উদ্দেশ্যহীন এক ক্লান্ত , ক্ষুধার্ত মনে হতে থাকে ।।
যা আমার নয় আমি তাই চাই , তুমি যে আজ বড় দূরে 
গোধূলির নিভে যাওয়া আলো , রাত্রি নেমে আসে এবার 
রাতভর চোখের সামনে এক অসহায় ক্রন্দন -- 
যেন গান গেয়ে বেড়ায় ।।

চাঁদ ফুটে উঠেছে এবার ,
তারাগুলো আমায় বড় বড় চোখ করে তাকায় আবার ।।
আর আবার যখন তোমায় পাশে পাবো , পাইনের ঝাড়
তোমার নাম ধরে সুর করে ডাকবে আবার – 
ঠিক যেন ভেসে চলা হাওয়ায় ওরাও কিছু গাইতে চায় ।।


2.Love 
(  Based on Pablo Neruda's Love )

কি হয়েছে তোমার , কি হয়েছে আমাদের !!
আমাদের সাথে এসব কি ঘটে চলেছে ?
আমাদের মধ্যে যে প্রেম ছিল 
যার কঠিন বাঁধনে বাঁধা পড়েছিলাম একদিন 
সে বাঁধন আজ ভীষণ তিক্ত , যন্ত্রণাময় 
আর এখন আমরা যখন এই যন্ত্রনা ভুলতে 
আলাদা হতে চাই ,
তখন এক নতুন আফসোসের বাঁধনে আটকে 
জ্বলতে থাকি প্রতিমুহুর্ত।।

কি জানি , কি হয়েছে তোমার !!
যখন ওই দুচোখের দিকে চাই 
তোমার মধ্যে নতুন কিছুই তো খুঁজে পাই না আর ,
সবই যেন একই মনে হয় , ঠিক যেমন ওই দুটি ঠোটঁ 
হারিয়ে যায় হাজার হাজার ঠোটেঁর মধ্যে , বরং তাদের 
আজ অনেক সুন্দরী মনে হয় , 
হাজার হাজার ফেলে আসা স্মৃতিহীন শরীরের মতোই 
আজ তোমার খানিও ভুলে যাই ।।

আর দেখো , কি শুষ্ক নিরস তোমার চলে যাওয়া , তাই না ?
বাতাসে গন্ধ নেই , শব্দ নেই , কোন কিছুর অস্তিত্ব নেই !!
আমার এক বৃথা চেয়ে থাকা তোমার দিকে 
বাহুডোরে বাঁধা পড়বার আশা নিয়ে আজ --
এ পৃথিবীর অনেক গভীরে , হাজার আলোকবর্ষ গভীরে ,
তোমার শরীরের তলায় , চোখের পিছনে 
পরিপক্ক স্তন দুটির নিচে -- যারা হয়ত জেগে উঠেছিল 
কোনদিন কারুর ছোঁয়ায় --- জানি না 
সারা শরীর জুড়ে বয়ে চলা কাঁটার রুক্ষ্ম স্রোত 
মনে হয় আজ রসহীন শুধু ; নিজেদের গানে গানে ।।
কেন , কেন , কেন 
ভালোবাসা আমার , বল কেন ??

Comments

Popular posts from this blog

বোধনেই বিসর্জন

বোধনেই বিসর্জনের আয়োজন করতে ! ঢাক ঢোল বেজে উঠতো ! এ উৎসব তো আনন্দের নয় ! মৃত্যু এক প্রেমিকের । ভালোবাসার যোনি ছেদ করে ঢুকে যাবো চলুন ঘুরে আসা যাক তার সৃষ্টির গভীরে প্রেমিকার হাত ধরে কাটিয়ে দেওয়া ঋতুচক্রে চলুন না একবার প্রদক্ষিণ করে আসি আমরাও । ষষ্টি র পাতা লিখে গেছে কবিতায় অসহায় অবস্থা , মিলনের জন্য উদগ্রীব মন গঙ্গা টেমসে মিশুক না মিশুক , প্রেমিকের মন মিশে গেছে প্রেমিকার হৃদয়ে । মদের বোতলগুলো অসহায় ভাবে চেয়ে আছে একজন নেশাতুরকে আর কত নেশায় ভরাবে সে বিসর্জনের জলে হারিয়ে যেতে যার বোধন সামান্য রাম বা হুইস্কি কি আর সামলাবে তাকে !! সপ্তমী খুলে বসলাম এবার । প্রথম দেখা , প্রথম কথা , প্রথম বার রাত জেগে প্রেমিকাকে সাহস করে চুমু খাওয়া এ যেন এক অপরূপ সময় , একটা সম্পদ । সেদিন সে ভাবতে নারাজ ভবিষ্যতে কি হবে , আর যদিও বা উল্টে গিয়ে পাল্টে যায় কিছু সে দৃঢ় ভাবে বলতে প্রস্তুত , আই লাভ হার , সে শুধুই আমার -- অষ্টমীতে প্রেম , হৃদয় ছেড়ে শরীরে বাসা বাঁধে ঘাড় থেকে স্তন ছুঁয়ে ভালোবাসা জঠরে এসে দাঁড়ায় । নবমীর রাত বিষণ্ণ বসে । দুটো মেঘ আড্ডা জমিয়েছে রাত পেরোলেই ফাঁসি হবে পুলিশের ক

ফরাসি বন্দরের মেয়েটাকে লেখা চিঠি

ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ 0 গুলটি , জানো , কাল আমার বই বেরোবে । হিজিবিজি ভরা পাতাগুলো  ওদের মনে ধরেছে । জানো , কাল আমি মঞ্চে উঠবো । ওই ভিড় ঠেলে ওপরে  ওপর থেকে দেখবো শ্রোতাদের । জানো , কাল খুলে যাবে কিছু রহস্য । তাই ভয় হচ্ছে  কে যে কি বিধান ছুড়ে দেয় । তুমি আসবে তো ?  ব্যস্ততা দিন দিন গ্রাস করেছে আমায়  তাই বাড়ি গিয়ে বলে আসা হয় নি আর । কিছু বললে না তো ! রাগ করেছ  নাকি অভিমান এই মানুষটার ওপরে ? আমি অপেক্ষা করে যাচ্ছি । ধোঁয়াশা কেটে যাবে সব  সব আবার ঠিক হয়ে যাবে । হয়তো দিনটা কালই  তোমার ভাষায় , বি পজিটিভ ... ইতি, তোমার গোলু ১১আগস্ট ২০১৮  দুপুর ২:৩৬ ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ ১ গুলটি , টু স্টেটস দেখেছো ?  আমাদের অবস্থা আজ ওই রকম । ভারতের বুকে একই রাজ্যে বসে আছি ।  তবু , অসহায় । আমার খুব মনে হয় জানো  একজন অভিভাবক যদি বুঝতো , আমাদের অবস্থা । মেঘের চোখে জল নেই  আকাশ তবু ভিজে যাচ্ছে । বাজারে ভিড় করে আছে  কলতলা থেকে বেড়িয়ে আসা  শ্রোতার দল ...  মাছের থলিতে গু