Skip to main content

Posts

Showing posts from December, 2018

ফরাসি বন্দরের মেয়েটাকে লেখা চিঠি

ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ 0 গুলটি , জানো , কাল আমার বই বেরোবে । হিজিবিজি ভরা পাতাগুলো  ওদের মনে ধরেছে । জানো , কাল আমি মঞ্চে উঠবো । ওই ভিড় ঠেলে ওপরে  ওপর থেকে দেখবো শ্রোতাদের । জানো , কাল খুলে যাবে কিছু রহস্য । তাই ভয় হচ্ছে  কে যে কি বিধান ছুড়ে দেয় । তুমি আসবে তো ?  ব্যস্ততা দিন দিন গ্রাস করেছে আমায়  তাই বাড়ি গিয়ে বলে আসা হয় নি আর । কিছু বললে না তো ! রাগ করেছ  নাকি অভিমান এই মানুষটার ওপরে ? আমি অপেক্ষা করে যাচ্ছি । ধোঁয়াশা কেটে যাবে সব  সব আবার ঠিক হয়ে যাবে । হয়তো দিনটা কালই  তোমার ভাষায় , বি পজিটিভ ... ইতি, তোমার গোলু ১১আগস্ট ২০১৮  দুপুর ২:৩৬ ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ ১ গুলটি , টু স্টেটস দেখেছো ?  আমাদের অবস্থা আজ ওই রকম । ভারতের বুকে একই রাজ্যে বসে আছি ।  তবু , অসহায় । আমার খুব মনে হয় জানো  একজন অভিভাবক যদি বুঝতো , আমাদের অবস্থা । মেঘের চোখে জল নেই  আকাশ তবু ভিজে যাচ্ছে । বাজারে ভিড় করে আছে  কলতলা থেকে বেড়িয়ে আসা  শ্রোতার দল ...  মাছের থলিতে গু