Skip to main content

Sonnet

1.       LOVE


Let`s love for a delightful  dawn ,
Where the rising sun loves to see early ; the earth`s yawn .
Where there`s  the heaven above our head
And the horizon all around is having the humanity spread .
Where there`s no drop  of redness
Fraternity rules everywhere ,people are devoid of being homeless .
Where the flags are coloured white
No war but peace ; let`s wish soon for the special sight .

But , hopeless  I am ­–
When I met last night ; my two friends : Rahim and Shyam .
They were quarelling ( for his land) ; fighting and die at last
Their drops of wound happily quenched his mother`s thirst .
This is not my land , this is not my heaven , this can never be my god
Bitter the truth is ; it`s the party trap , develops by the political fraud .

Comments

Anonymous said…
Lucky Club: A New UK Casino Site
Lucky Club is a UK online gambling website with a long list luckyclub.live of bonuses and promotions, many of which are new to the online gambling scene. This ‎Casino Review · ‎Free Spins Bonuses · ‎Bonus Codes

Popular posts from this blog

বোধনেই বিসর্জন

বোধনেই বিসর্জনের আয়োজন করতে ! ঢাক ঢোল বেজে উঠতো ! এ উৎসব তো আনন্দের নয় ! মৃত্যু এক প্রেমিকের । ভালোবাসার যোনি ছেদ করে ঢুকে যাবো চলুন ঘুরে আসা যাক তার সৃষ্টির গভীরে প্রেমিকার হাত ধরে কাটিয়ে দেওয়া ঋতুচক্রে চলুন না একবার প্রদক্ষিণ করে আসি আমরাও । ষষ্টি র পাতা লিখে গেছে কবিতায় অসহায় অবস্থা , মিলনের জন্য উদগ্রীব মন গঙ্গা টেমসে মিশুক না মিশুক , প্রেমিকের মন মিশে গেছে প্রেমিকার হৃদয়ে । মদের বোতলগুলো অসহায় ভাবে চেয়ে আছে একজন নেশাতুরকে আর কত নেশায় ভরাবে সে বিসর্জনের জলে হারিয়ে যেতে যার বোধন সামান্য রাম বা হুইস্কি কি আর সামলাবে তাকে !! সপ্তমী খুলে বসলাম এবার । প্রথম দেখা , প্রথম কথা , প্রথম বার রাত জেগে প্রেমিকাকে সাহস করে চুমু খাওয়া এ যেন এক অপরূপ সময় , একটা সম্পদ । সেদিন সে ভাবতে নারাজ ভবিষ্যতে কি হবে , আর যদিও বা উল্টে গিয়ে পাল্টে যায় কিছু সে দৃঢ় ভাবে বলতে প্রস্তুত , আই লাভ হার , সে শুধুই আমার -- অষ্টমীতে প্রেম , হৃদয় ছেড়ে শরীরে বাসা বাঁধে ঘাড় থেকে স্তন ছুঁয়ে ভালোবাসা জঠরে এসে দাঁড়ায় । নবমীর রাত বিষণ্ণ বসে । দুটো মেঘ আড্ডা জমিয়েছে রাত পেরোলেই ফাঁসি হবে পুলিশের ক...

ফরাসি বন্দরের মেয়েটাকে লেখা চিঠি

ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ 0 গুলটি , জানো , কাল আমার বই বেরোবে । হিজিবিজি ভরা পাতাগুলো  ওদের মনে ধরেছে । জানো , কাল আমি মঞ্চে উঠবো । ওই ভিড় ঠেলে ওপরে  ওপর থেকে দেখবো শ্রোতাদের । জানো , কাল খুলে যাবে কিছু রহস্য । তাই ভয় হচ্ছে  কে যে কি বিধান ছুড়ে দেয় । তুমি আসবে তো ?  ব্যস্ততা দিন দিন গ্রাস করেছে আমায়  তাই বাড়ি গিয়ে বলে আসা হয় নি আর । কিছু বললে না তো ! রাগ করেছ  নাকি অভিমান এই মানুষটার ওপরে ? আমি অপেক্ষা করে যাচ্ছি । ধোঁয়াশা কেটে যাবে সব  সব আবার ঠিক হয়ে যাবে । হয়তো দিনটা কালই  তোমার ভাষায় , বি পজিটিভ ... ইতি, তোমার গোলু ১১আগস্ট ২০১৮  দুপুর ২:৩৬ ফরাসি বন্দরের মেয়েটার প্রতি  ভাগ ১ গুলটি , টু স্টেটস দেখেছো ?  আমাদের অবস্থা আজ ওই রকম । ভারতের বুকে একই রাজ্যে বসে আছি ।  তবু , অসহায় । আমার খুব মনে হয় জানো  একজন অভিভাবক যদি বুঝতো , আমাদের অবস্থা । মেঘের চোখে জল নেই  আকাশ তবু ভিজে যাচ্ছে । বাজারে ভি...

Translation work part 2

1. আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই  ( Based on Pablo Neruda's Here I Love You ) আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই  যেখানে বাতাস তার পথ ভুলে ছুটে আসে  অন্ধকারে পাইন ঝাড়ের ধারে ।। চাঁদের আলো চকমক করে  ঠিক ফসফরাসের মত,বয়ে চলা মাতাল নদীর জলে ।। দিনগুলো যেখানে একই রকম ভাবে  পেরিয়ে যায় সারিবদ্ধ ভাবে ওই পথ ধরে ।। ঝরে পড়ে বরফ যেখানে নৃত্যের তালে তালে ।। একটি রুপোলি রেখা ওই পশ্চিম কিনারে  ভেসে চলেছে , তারাদের সাথে , দূর থেকে বহু দূরে ।। ওই দেখো জাহাজের মাস্তুল খানি  ওই দূরে , একা অন্ধকারময় ।। কখনো আমি জেগে উঠেছি আগেভাগে ,  এক অতৃপ্ত পরমাত্মার ডাকে ।। শুনেছি সাগরের ডাক বারেবারে আর বুঝেছি  কোন এক বন্দরের কিনারায় 'মরা দাঁড়িয়ে ।। আমি তোমায় সেখানে ভালোবাসতে চাই  ভালোবাসতে চাই তবু সে দিগন্ত তোমায় বৃথা নিয়ে যায়  নিজের অন্তরালে ।। এই শিতলতার মাঝেও তোমায় ভালোবাসতে চাই ।। যদিওবা কখনো আমার চুম্বনগুলো  লক্ষভ্রস্ট হয়ে ধাক্কা খেয়ে ফিরে আসে ,  অচেনা বয়ে চলা ভারী পণ্যগুলোর গা ঘেঁষে ---  যারা ভেসে চলেছে  আমারই প...